ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১৩:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ফেনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর থানার কাশেমপুরে ষ্টার লাইন ফুড প্রোডাক্ট কারখানায় আগুনে লেগে সম্পুর্ন করাখানা পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার দিবাগত রাত ১২ টার দিকে এঘটানা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ফেনীর ৪টি উপজেলার ফায়ার সার্ভিজের ৪ টি ও নোয়াখালীর চৌমহনী ষ্টেশনের ইউনিট সহ ৯টি ইউনিট ৬ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।। কারখানার অভ্যন্তরের কার্টুনকারখানা থেকে ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে দমকল বাহিনী প্রাথিমিক ভাবে ধরনা করছে। এক এক করে ৫টি সেড আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ষ্টার লাইন ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর আহম্মদ জানান-আগুন প্রথমে কার্টুন ফ্যক্টরিতে লাগে পরে সেমাই ফ্যক্টরিতে এরপর লুডুস তারপর মিষ্টি সর্বশেষ সব মালামালের গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিজের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মৎসুদ্দী জানান, রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।প্রথমে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে । কিন্তু আগুনে ভয়াবহতা দেখে আশপাশের জেলার ষ্টেশন থেকে ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজে যোগ দেয় । সব মিলে ৮টি ষ্টেশনের ৯টি ইউনিক আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে।
×