ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল

প্রকাশিত: ১২:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল

অনলাইন ডেস্ক ॥ যাকে বলে সত্যিকার অর্থেই শূন্য থেকে পুনরুত্থান! প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ছক্কার ঝড়ে মার্টিন গাপটিল এগিয়ে গেলেন সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত তিন রানের জন্য তিন অঙ্ক ছুঁতে না পারার আক্ষেপ সঙ্গী হলো তার। তবে একটি জায়গায় গাপটিল ততক্ষণে নিজেকে তুলে নিতে পারলেন সবার ওপরে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয়! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার গাপটিলের ৫০ বলে ৯৭ রানের ইনিংসে ছক্কা ছিল ৮টি। এই পরিক্রমায় নিউ জিল্যান্ডের ওপেনার পেছনে ফেলে দেন রোহিত শর্মাকে। ১৩২ ছক্কা নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিল এখন সবার ওপরে। ১২৭টি ছক্কা নিয়ে রোহিত নেমে গেলেন দুইয়ে। ৯২ ইনিংসে এলো গাপটিলের এই ১৩২ ছক্কা। রোহিত ১২৭ ছক্কা মেরেছেন ১০০ ইনিংসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি আছে আর কেবল তিন জনের। ৯৪ ইনিংসে ১১৩ টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডে ওয়েন মর্গ্যান, ৬২ ইনিংসে ১০৭ ছক্কা গাপটিলের সতীর্থ কলিন মানরোর, আর ৫৪ ইনিংসে ১০৫ ছক্কা ক্রিস গেইলের। গাপটিলের রেকর্ডের ম্যাচে ছক্কার সেঞ্চুরি ছোঁয়ার হাতছানি ছিল অ্যারন ফিঞ্চের সামনে। তবে ৯৭ ছক্কা নিয়ে ম্যাচ শুরু করে অস্ট্রেলিয়ান অধিনায়ক পারেননি এ দিন কোনো ছক্কা মারতে।
×