ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-দিল্লী স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শনিবার

প্রকাশিত: ২৩:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা-দিল্লী স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শনিবার

জনকণ্ঠ ডেস্ক ॥ দীর্ঘদিন শান্ত থাকার পর পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের একটি অংশ ভারতে আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আগামী শনিবার দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। খবর অনলাইনের। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত ডিসেম্বরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছিল। ওই সময় ভারতের মিজোরামে বিচ্ছিন্নতাবাদের ঘাঁটি আছে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এবারের বৈঠকে বিষয়টি আলোচনা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা আছে। জানা গেছে, দীর্ঘ চার বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সচিব পর্যায়ে ভার্চুয়ালি এই বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ শহিদুজ্জামান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন অজয় কুমার ভাল্লা।
×