ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাতার ও অস্ট্রেলিয়া কোপায় খেলবে না

প্রকাশিত: ২৩:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১

কাতার ও অস্ট্রেলিয়া কোপায় খেলবে না

স্পোর্টস রিপোর্টার ॥ সূচীর সঙ্গে সামঞ্জস্য করতে না পারায় চলতি বছর হতে যাওয়া কোপা আমেরিকা ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং কাতার ও অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত করোনাভাইরাসের কারণে এবার সূচী পরিবর্তন করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। আগামী ১১ জুন থেকে যৌথভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসবে কোপা আমেরিকার আসর। একই সময় ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাইপর্ব চলবে। এ কারণে কোপায় খেলা হচ্ছে না কাতার ও অস্ট্রেলিয়ার। এর আগে গত বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা মহামারীর কারণে পিছিয়ে দেয়া হয় কোপার আসর। তৃতীয় বিভাগ ফুটবল লীগ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ও ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির তত্ত্বাবধানে আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লীগ বুধবার থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় টাঙ্গাইল ফুটবল একাডেমি ২-০ গোলে ফকিরেরপুল সূর্য্যতরুণ সংঘকে হারিয়ে শুভসূচনা করে। জয়ী দলের আল আমিন জোড়া গোল করেন। প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।
×