ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ কামালের নামে ক্রীড়া পরিষদ পুরস্কার

প্রকাশিত: ২৩:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১

শেখ কামালের নামে ক্রীড়া পরিষদ পুরস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ আশির দশকে বছর পাঁচেকের মতো জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের প্রচলন ছিল। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে ১৯৯১ সালের পর আর এই পুরস্কার প্রদান আর হয়নি। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আবারও এই পুরস্কারটি নতুন করে শুরু করার উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধুর সন্তান ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিয়েছে এনএসসি। ইতোমধ্যে এই পুরস্কারের জন্য খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্রীড়াবিদ, সংগঠক, উদীয়মান ক্রীড়াবিদ, আজীবন সম্মাননা, ফেডারেশন এ্যাসোসিয়েশন, ক্রীড়া সংস্থা এই কয়েকটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে। ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছর এই দিনেই পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ।
×