ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘরোয়া আসরে সিদ্দিকুরের ট্রফি জয়

প্রকাশিত: ২৩:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ঘরোয়া আসরে সিদ্দিকুরের ট্রফি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল বুধবার আর্মি গলফ কোর্সে তৃতীয় ও শেষ রাউন্ডে সাতটি বার্ডি ও চারটি বোগি করেন সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে সেরা হয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই তারকা গলফার। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন। দ্বিতীয় রাউন্ডেই চলে আসেন শীর্ষে। তিনটি বার্ডি ও দুটি বোগি করে সবাইকে ছাড়িয়ে যান। যা ধরে রাখেন শেষ রাউন্ডেও! করোনা মহামারীর বিরতির পর ট্রফি জিতে সিদ্দিকুর রহমান বলেছেন, ‘করোনার জন্য এক বছর কেউ খেলতে পারেনি। আলহামদুলিল্লাহ, জিতেছি বলে আমি অনেক খুশি। কারণ বিরতির এক বছর পর প্রথম টুর্নামেন্ট জিতে চ্যাম্পিয়ন হয়েছি। যদিও এটা ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্ট তো টুর্নামেন্টই। অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জামাল অনেক ভালো খেলেছে। আমি অবশ্য সেরাটা খেলতে পারিনি। তার পরও আমি খুশি। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন জামাল মোল্লা। সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলেছেন এই গলফার। আর প্রথম দিনে শীর্ষে থাকা আকবর হোসেন সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে হয়েছেন তৃতীয়।
×