ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় প্রতারণার অভিযোগে পূবালী ব্যাংকের দুই কর্মচারী গ্রেফতার

প্রকাশিত: ২৩:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লায় প্রতারণার অভিযোগে পূবালী ব্যাংকের দুই কর্মচারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় নজরুল ইসলাম নামের এক গ্রাহকের ৬ লাখ টাকা তার হিসাব থেকে উত্তোলন করে নেয়ার অভিযোগে পূবালী ব্যাংক পদুয়ার বাজার শাখার দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার ওই গ্রাহক সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে। কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার পূবালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দুই কর্মচারী হচ্ছে, ওই ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড এরশাদ ও ক্লিনার তাপস কুমার দাস। জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের আলেকদিয়া গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম পেশায় একজন ট্রাক চালক। পূবালী ব্যাংক পদুয়ার বাজার শাখায় তার একটি সঞ্চয়ী হিসাব (নং-৩৩৫৬১০১১০৮৩৮০) রয়েছে। ওই হিসাবে তিনি টাকা জমা রাখেন এবং তার প্রবাসী ছোট ভাইও তার হিসাবে টাকা পাঠান। ওই ব্যাংক হিসাবে তার নিজের জমানো ও প্রবাসী ভাইয়ের পাঠানো মোট ৬ লাখ ৪৪ হাজার ৩৬৭ টাকা জমা ছিল।
×