ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যমজ দুই শিশুর মৃত্যুর ঘটনা

এ্যামিকাস কিউরির বক্তব্য শেষ, রায় যে কোন দিন

প্রকাশিত: ২২:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

এ্যামিকাস কিউরির বক্তব্য শেষ, রায় যে কোন দিন

স্টাফ রিপোর্টার ॥ তিন হাসপাতাল ঘুরে যমজ নবজাতক মৃত্যুর ঘটনায় জারি করা রুলে চিকিৎসা এবং আইন বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও রাষ্ট্রপক্ষের এ্যাটর্নি জেনারেলের শুনানি শেষ করেছে হাইকোর্ট। এরপরে মামলাটি রায় ঘোষণা করার জন্য যেকোন দিন (সিএভি) অপেক্ষমাণ রাখা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেয়া ১৩ বছরের সাজার বিরুদ্ধে সাংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের আপীলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ৯ মার্চ দিন ঠিক করেছে হাইকোর্ট। জামিন জালিয়াতির ঘটনায় বগুড়া সদর উপজেলার নিশিনধারা এলাকার আমিনুর ইসলাম, আব্দুল আলিম, আনোয়ার মণ্ডলসহ ৩০ জনকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে খেয়া ঘাটের ইজারার টাকা আত্মসাতের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের দুই কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। তিন হাসপাতাল ঘুরে যমজ নবজাতক মৃত্যুর ঘটনায় রায় ঘোষণা করার জন্য যেকোন দিন (সিএভি) অপেক্ষমাণ রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বষয়টি নিশ্চিত করেন। বুধবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা শিশু হাসপাতাল এবং মুগদার ইসলামী ব্যাংক হাসপাতালের পক্ষে ব্যাখ্যা হাইকোর্টে দাখিল করা হয়। তিন হাসপাতালের ব্যাখ্যামূলক প্রতিবেদন দাখিলের পর গত ২৫ নবেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়। এছাড়া এ বিষয়ে তিনজন এ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) এবং একজন শিশু বিশেষজ্ঞের বক্তব্য শুনতে চায় আদালত। এজন্য সুপ্রীমকোর্টের তিন আইনজীবী এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ দেয়া হয়। এ্যামিকাস কিউরিরা হলেন- আইনজীবী জেড আই খান পান্না, আইনজীবী মনজিল মোরসেদ ও আইনজীবী শাহদীন মালিক এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। পরে আদালত তাদের মতামত শুনে মামলাটি রায় ঘোষণার জন্য প্রস্তুত করেন।
×