ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিকা নিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা

প্রকাশিত: ২২:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

টিকা নিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা

বিশেষ প্রতিনিধি ॥ করোনার প্রতিষেধক টিকা নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। বুধবার সকাল ৯টার দিকে তিনি এ টিকা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার টিকা নেয়ার একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। ফলে ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে করোনা ভাইরাসের টিকা দেয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণ টিকাদান কর্মসূচী শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত সারাদেশে প্রায় ২৫ লাখ নারী-পুরুষ টিকা নিয়েছেন। আর টিকা নিতে নিবন্ধন করেছেন ৩৬ লাখের বেশি মানুষ।
×