ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা ও শনাক্তের হার কমেছে, বেড়েছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮৩৭৯ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯১১ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৫২টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৬৭৬টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২.৬৫ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। বুধবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ৪ জন এবং ৫১-৬০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে এবং খুলনায় ১ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৭৬৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৮৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৯০ হাজার ৫৪৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ১ লাখ ৩১৩ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৪৪৬ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫৬৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ২১২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৯৪৬ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩১ হাজার ৭৩৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৯০ জন, যা মোট মৃতের ৫৫.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৫২৯ জন, যা মোট মৃতের ১৮.২৫ শতাংশ, রাজশাহী বিভাগে ৪৭৮ জন, যা মোট মৃতের ৫.৭০ শতাংশ, খুলনা বিভাগে ৫৬০ জন, যা মোট মৃতের ৬.৬৮ শতাংশ, বরিশাল বিভাগে ২৫৩ জন, যা মোট মৃতের ৩ শতাংশ, সিলেট বিভাগে ৩১০ জন, যা মোট মৃতের ৩.৭০ জন, রংপুর বিভাগে ৩৬৩ জন, যা মোট মৃতের ৪.৩৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৯৬ জন, যা মোট মৃতের ২ দশমিক ৩৪ শতাংশ।
×