ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ২০টি অবৈধ ইটভাঁটিতে অভিযান॥ জরিমানা

প্রকাশিত: ২১:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে ২০টি অবৈধ ইটভাঁটিতে অভিযান॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, দুয়ারা, পুটিনা ও খৈসাইর এলাকায় অবস্থিত ২০টি অবৈধ ইটভাঁটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ঢাকার পরিবেশ অধিদফতরের (সদর দফতর) নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী সচিব) নওরীন হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন- পরিদর্শক মোঃ হাবিবুর রহমান। রাত পৌঁনে ৮টায় পরিবেশ অধিদফর নারায়ণগঞ্জের অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইটভাঁটিগুলো হলো- মেসার্স হেলাল উদ্দিন ব্রিকস, মেসার্স এম এইচ ডি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স নূর সুপার ব্রিকস, মেসার্স এন এস টি ব্রিকস, মেসার্স ভাই বন্ধু ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স দাউদপুর ব্রিকস, মেসার্স বিএবি ব্রিকস, মেসার্স এম কে বি ব্রিকস, মেসার্স এমএন বি-১ ব্রিকস, মেসার্স সততা ব্রিকস (এম এন বি-২), মেসার্স ফিরোজ এন্ড সন্স ব্রিকস, মেসার্স সততা ব্রিকস, মেসার্স এ এ এ ব্রিকস, মেসার্স এম এস এ ব্রিকস, মেসার্স এম এ এ ব্রিকস, মেসার্স আর এম কে ব্রিকস, মেসার্স ৭৭৭ ব্রিকস ও মেসার্স মায়ের দোয়া ব্রিকস। এদের মধ্যে ১৮টি ইটভাঁটিকে ৫ লাখ টাকা করে এবং মেসার্স ৭৭৭ ব্রিকস কে সাড়ে ৩ লাখ টাকা ও মেসার্স মায়ের দোয়া ব্রিকস কে ৩ লাখ টাকা করে মোট ৯৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে ইটভাঁটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়. উল্লেখিত ইটভাঁটিগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের কারণে অবৈধ ইটভাঁটিগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
×