ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১৪:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলা পরিষদের ঢুকে সন্ত্রাসীরা গুলি করে সমর বিজয় চাকমা (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করেছে। আজ বুধবার দুপুর ১২ টা ৩৫ মিনিটের সময় এই ঘটনা ঘটে। তিনি রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। এই বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সরিফুল ইসলাম এর সঙ্গে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান। বুধবার দুপুর ১২ টা ৩৫ মিনিটে ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী মোটর সাইকেলে করে এসে দ্রুত উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন অফিসে ঢুকে ওই ইউপি সদস্যকে লক্ষ্য করে পরপর ২ রাই- গুলি করে তাকে হত্যা করে পালিয়ে যায়। এই সময়ে সন্ত্রাসীরা আরো ২ রাউ- ফাঁকা গুলি করে । প্রকল্প কর্তকর্তার অফিসে এই সময়ে ৩ জন ইউপি সদস্য ছিলেন । সন্ত্রাসী অপর দুই জনকে কিছু করেনি বলে জানান। ঘটনার পরপর বিজিবি ও পুলিশের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। প্রকাশ্যে দিবালোকে উপজেলা পরিষদে এসে এই ধরণের হত্যা কাণ্ডের ঘটানায় সমগ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে নির্বাহী কর্মকর্তা কিছু জানাতে পারেননি।
×