ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইপ্রাসে অস্তিত্ব হারাতে চলেছে ফ্লেমিঙ্গো

প্রকাশিত: ০১:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১

সাইপ্রাসে অস্তিত্ব হারাতে চলেছে ফ্লেমিঙ্গো

দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের অন্যতম আয়ের উৎস পর্যটন। বছরে বিশে^র নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক সাইপ্রাস ভ্রমণ করেন। দেশটিতে পাখি শিকারের অনুমতি থাকায় শিকারিরা শখের বশে প্রায়ই ফ্লেমিঙ্গো পাখি শিকার করেন। এভাবে বছরের পর বছর শিকার অব্যাহত থাকায় সাইপ্রাসে ফ্লেমিঙ্গো পাখি অস্তিত্ব হারাতে চলেছে। কয়েক বছর আগেও দেশটির যত্রযত্র এ পাখির আনাগোনা ছিল।- খবর এপির এখন সাইপ্রাসজুড়ে মাত্র কয়েক শ’ পাখির অস্তিত্ব রয়েছে বলে মনে করা হয়। এ প্রেক্ষিতে পাখি শিকার নিষিদ্ধ করতে সাইপ্রাস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বার্ডলাইফ সাইপ্রাসের প্রধান মার্টিন হেলিকার। মঙ্গলবার তিনি বলেন, সাইপ্রাসে ফ্লেমিঙ্গো পাখি অস্তিত্ব হারাতে চলেছে। নিরীহ প্রকৃতির এ পাখি মানুষের কোন ক্ষতি করে না। তিনি বলেন, এভাবে ফ্লেমিঙ্গো শিকার অব্যাহত থাকলে পাখিটি অস্তিত্বহীন হয়ে যাবে। সাইপ্রাসের লেকগুলো অতিমাত্রায় দূষিত হওয়ার কারণেও এ জাতীয় পাখি মারা যাচ্ছে।
×