ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উইঘুরদের সঙ্গে চীনের আচরণ গণহত্যা ॥ কানাডা

প্রকাশিত: ০১:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২১

উইঘুরদের সঙ্গে চীনের আচরণ গণহত্যা ॥ কানাডা

উইঘুর সম্প্রদায়ের ওপর চীনের আচরণকে গণগত্যা হিসেবে ঘোষণা করেছে কানাডার হাউস অব কমন্স। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে চীন সরকারের আচরণকে গণহত্যা আখ্যা দিল কানাডা। সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ২৬৬-০ ভোটের বিপুল ব্যবধানে এ ঘোষণা পাস হয়। খবর বিবিসি অনলাইনের। চীন সরকারের আচরণকে গণহত্যা আখ্যা দেয়ার পাশাপাশি কানাডার আইনপ্রণেতারা একটি সংশোধনীর পক্ষেও ভোট দেন। তাতে বলা হয়েছে ‘চীন যদি গণহত্যা চালিয়ে যায়’ তাহলে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বেজিং থেকে সরিয়ে নিতে কানাডা যেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আহ্বান জানায়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মন্ত্রিসভার সদস্যরা ভোটদানে বিরত থাকলেও ক্ষমতাসীন লিবারেল পার্টির আইনপ্রণেতাদের বড় একটি অংশ এবং সকল বিরোধী দল এই ঘোষণার পক্ষে ভোট দিয়েছে।
×