ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বি’ ক্যাটাগরিতে ডেল্টা স্পিনার্স

প্রকাশিত: ২৩:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

‘বি’ ক্যাটাগরিতে ডেল্টা স্পিনার্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডকে জেড ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের নির্দেশনা দেয়। উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। তিন কোম্পানির স্পট মার্কেটে লেনদেন আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রেকর্ড ডেটের আগে আজ বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- এস.এস স্টিল, বিএসআরএম স্টিল লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি রবিবার। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
×