ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শহীদ স্মৃতি হকিতে নৌ ও সেনাবাহিনীর জয়

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১

শহীদ স্মৃতি হকিতে নৌ ও সেনাবাহিনীর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার মঙ্গলবার দুটি খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৭-৩ গোলে বিকেএসপিকে হারায়। জয়ী দলের আশরাফুল ইসলাম, রোমান সরকার জোড়া গোল করেন। ১টি করে গোল করেন দ্বীন ইসলাম ইমন, ফজলে হোসেন রাব্বি এবং মাইনুল ইসলাম। বিজিত দলের তাসিন আলী, ওবায়দুল হোসেন জয় এবং আমিরুল ইসলাম ১টি করে গোল করেন। দ্বিতীয় খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৭-২ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারায়। জয়ী দলের মামুন একাই ৫টি গোল করেন। ১টি করে গোল করেন মিলন হোসেন, তানজিম, সবুজ, শামিম মিয়া। দেশের জন্য পিএসএল ছাড়লেন গেইল স্পোর্টস রিপোর্টার ॥ ২৪ বলে ৩৯-এর পর ৪০ বলে ৬৮, দুই ম্যাচেই পিএসএল মাতিয়ে তুলেছিলেন ক্রিস গেইল। কিন্তু দেশের ডাকে পাকিস্তান ছাড়তে হলো উইন্ডিজ সুপারস্টারকে। ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজে অংশ নিতেই জ্যামাইকান উইলোবাজের এমন সিদ্ধান্ত। পরশু করাচীতে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৬০ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৮ রানের ইনিংসটির মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়েন গেইল। বিশ্বের ভিন্ন ভিন্ন ১২টি দেশে হাফ সেঞ্চুরির কীর্তি এখন তার নামের পাশে। ১১টি দেশে হাফ সেঞ্চুরি আছে ভারতের রোহিত শর্মার। ৪ মার্চ শুরু হয়ে উইন্ডিজ-শ্রীলঙ্কা টি২০ সিরিজ শেষ হবে ৮ মার্চ। চিঠির জবাব দিয়েছে আরামবাগ স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠেছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। সেই অভিযোগটা এসেছে এএফসি থেকে। মোট পাঁচটি ম্যাচ নিয়ে সন্দেহ। ইতোমধ্যে ব্রাদার্স ও আরামবাগকে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে জবাব চেয়েছে বাফুফে। সোমবার বাফুফেকে চিঠির জবাব দিয়েছে ব্রাদার্স। গতকাল দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। চিঠি দেয়ার আগেই ম্যাচ পাতানো নিয়ে নিজের অবস্থান জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘ফিক্সিং বিরুদ্ধে বাফুফের অবস্থান জিরো টলারেন্স। কেউ দোষী প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হবে।’
×