ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-ইংল্যান্ড সিরিজ ॥ ডে-নাইট টেস্ট ঘিরে উত্তাপ

প্রকাশিত: ২৩:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১

ভারত-ইংল্যান্ড সিরিজ ॥ ডে-নাইট টেস্ট ঘিরে উত্তাপ

স্পোর্টস রিপোর্টার ॥ আহমেদাবাদের মোতেরায় আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। সংস্কারের পর বিশ্বের সর্বাধিক ধারণ ক্ষমতাসম্পন্ন সরদার প্যাটেল (গুজরাট) স্টেডিয়ামে গোলাপি বল ও ফ্লাড লাইটের আলোয় ডে-নাইট টেস্ট ঘিরে বইছে আগুনে উত্তাপ। ১-১ এ চলমান সিরিজে কেবল এগিয়ে যাওয়াই নয়, নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে ম্যাচটা দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। বিরাট কোহলির ভারতকে জিততে হবে অন্তত ২-১ ব্যবধানে, ইংল্যান্ডকে ৩-১, সেক্ষেত্রে চাপটা থাকছে জো রুটদের ওপর। ৫০ শতাংশ দর্শকের উপস্থিতিতে ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের সামনে একাধিক অর্জনের হাতছানি। খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টায়। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২২৭ রানের জয়ে এগিয়ে গিয়েছিল সফরকারী ইংলিশরা, দ্বিতীয় ম্যাচেই ৩১৭ রানের দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় কোহলির দল। এ পর্যন্ত তিনটি ডে-নাইট টেস্ট খেলেছে ইংল্যান্ড। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয় দিয়ে যাত্রা শুরু করলেও পরের দুই ম্যাচে হারে ইংলিশরা। অন্যদিকে দুটি ডে-নাইট টেস্ট খেলে একটি করে জয়-পরাজয় ভারতের। ঘরের মাঠে ভারত এর আগে একটিই ডে-নাইট টেস্ট খেলেছে ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশকে গুঁড়িয়ে দেয়া সেই ম্যাচের পর কোহলির ব্যাটে আর সেঞ্চুরির দেখা নেই। চেন্নাইয়ের স্লো ট্র্যাকে প্রথম দুই টেস্টে পার্থক্য গড়ে দিয়েছিলেন স্পিনাররা। আহমেদাবাদে নতুন মাঠ, নতুন উইকেট; সেই সঙ্গে গোলাপি বলে ফ্লাড লাইটের আলোয় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন পেসাররা। দু’দলই সন্ধ্যার পর কৃত্রিম আলোয় প্র্যাকটিস করেছে। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস জানিয়েছেন আগুন ঝরানোর অপেক্ষায় জেমস এ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও জোফরা আর্চার। পেস আক্রমণে ভারতও কম যায় না। বিশ্রাম কাটিয়ে ফিরছেন জাসপ্রিত বুমরাহ, আছেন দীর্ঘদেহী ইশান্ত শর্মা ও তরুণ মোহাম্মদ সিরাজ। গ্রেট কপিল দেবের পর মাত্র দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ইশান্ত। অন্যদিকে অনীল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) ও হরভজন সিংয়ের (৪১৭) পর চতুর্থ ভারতীয় হিসেবে টেস্টে চার শ’র ল্যান্ডমার্কে পা রাখতে অশ্বিনের (৪৯৪) চাই আর ৬টি উইকেট। চোখ থাকবে প্রায় দেড় বছর ধরে সেঞ্চুরি বঞ্চিত কোহলির ওপরও। ৮৯ টেস্টে ২৭ সেঞ্চুরি হাঁকানো সুপারস্টারের ওয়ানডে সেঞ্চুরি ৪৩টি। মোট ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির ৪১টিই করেছেন ‘অধিনায়ক’ হিসেবে। আর একটি সেঞ্চুরি হলে রিকি পন্টিংকে ছাড়িয়ে এককভাবে রেকর্ড গড়বেন ক্যাপ্টেন কোহলি। সেই সঙ্গে ঘরের মাঠে ২১টি টেস্ট জিতে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁতে তার চাই আর একটি মাত্র জয়।
×