ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে তিনটি হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৩:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১

জাবিতে তিনটি হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনের নির্দেশ মেনে নিয়ে তিনটি আবাসিক হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা। হলগুলো হলো, শহীদ সালাম-বরকত হল, শহীদ রফিক-জব্বার হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল। এখনও ছয়টি ছাত্র হলে শিক্ষার্থীরা অবস্থান করছে। প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন বলেন, ‘তিনটি হল থেকে শিক্ষার্থীরা চলে গেছে। অন্য হলগুলোতেও আমরা শিক্ষার্থীদের হল ছাড়ার কথা বলে এসেছি। পরীক্ষা স্থগিতে বিপাকে রাবি শিক্ষার্থীরা ॥ রাবি সংবাদদাতা জানান, অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল সেমিস্টারের চলমান পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সংবাদ সম্মেলনের পরপরই চলমান পরীক্ষা স্থগিতের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেশনজট নিরসনের লক্ষ্যে জানুয়ারি থেকে অনার্স চূড়ান্তবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাসরুমে সশরীরে পরীক্ষা নেয়া শুরু করে। আবাসিক হল বন্ধ থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের শহরের বিভিন্ন মেস, হোস্টেলে ভাড়ায় উঠতে হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা আসার পরপরই চলমান অনার্স ৪র্থ বর্ষ এবং মার্স্টাসের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী রায়হান রুবেল বলেন, হঠাৎ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে আমরা হতাশ? করোনার এমন আর্থিক সঙ্কটের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খুলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় অথচ হলের সকল ফি পরিশোধ করে আমাদের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আমরা সেটি মেনে নিয়েই পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু মাঝপথে পরীক্ষা স্থগিত করে দেয়া হলো।
×