ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনাকালে মহিলারা

প্রকাশিত: ২৩:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

করোনাকালে মহিলারা

* মহিলারা বাসায় সব সময় ৭-৮ ঘণ্টা বেশি পরিবারে সময় দিয়ে থাকে। * করোনাকালে তাদের বাসার পরিশ্রমটা অনেকগুণে বৃদ্ধি পেয়েছে। বাসায় রান্না বান্না করা, বাচ্চাকে খাওয়ানো-ধোয়ানো সব সময় তাদেরকে বেশি করতে হতো। এখন বারবার ফ্লোর পরিষ্কার করা, বাচ্চাদের হাইজিন সম্পর্কে সচেতনতা তাদেরকে অধিকতর পরিশ্রমের দিকে ঠেলে দিচ্ছে। তার শরীর ও মনের ওপর অযথা চাপ ফেলছে। আর প্যানডেমিকের প্যানিক তো আছেই। * অনেকে আবার বাসায় অনলাইনে অফিসের কাজ করছেন। ফলে রাত জাগরণ বেশি হয়ে যাচ্ছে। * একাকী মায়েদের (ংরহমষব সড়ঃযবৎ) ক্ষেত্রে এ চাপ অনেক বেশি। * এর মধ্যে যোগ হয়েছে মেয়েদের অধিকতর চাকরি হারানোর সমস্যা। * ঘরে ও বাইরে অনেক সমস্যা কোন কোন মাকে একাই সামলতে হচ্ছে । * পুরুষরা সহযোগিতার হাত বাড়াচ্ছে বটে, কিন্তু তা অপ্রতুল। নারীদের ঘরে ও বাইরের সমান চাপ তাদেরকে মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে, এ সম্পর্কে সমাজবিদরা সতর্ক হতে বলছেন। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×