ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রমজানের আগেই পাপুলের শূন্য আসনে ভোট

প্রকাশিত: ২৩:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১

রমজানের আগেই পাপুলের শূন্য আসনে ভোট

স্টাফ রিপোর্টার ॥ শূন্য ঘোষিত পাপুলের আসনের ভোট নেয়া হবে রমজানের আগেই। নির্বাচন কমিশনার কবিতা খানম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের চিঠি পেয়েছে ইসি। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার বিধান রয়েছে। ঈদের পরে নির্বাচন করলে নির্ধারিত সময়সীমা পার হয়ে যাবে। এ কারণে রমজানের আগেই নির্বাচনে অনুষ্ঠানের জন্য বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গত সোমবার লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালায়। পদ শূন্য ঘোষণা করে নির্বাচনের যাবতীয় পদক্ষেপ নিতে ইসিতে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি ইসি সচিবালয়ে পৌঁছেছে। ইসি খানম বলেন, রোজার সময়ে সাধারণত কোন নির্বাচন করা হয় না। বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় আছে। ঈদের পরে নির্বাচন করলে ৯০ দিন পার হয়ে যাচ্ছে কিনা সেটা হিসাব করতে হবে। সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করার সম্ভাবনা বেশি। তবে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল কুয়েতে মানব পাচারে অভিযোগে অভিযুক্ত। এই অপরাধে সম্প্রতি দেশটির আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ের কপি আসার পরই সংসদ সচিবালয় তার সদস্য পদ বাতিলের উদ্যোগ নেয়। গত সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতে ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে থাকার যোগ্য নয়। সেই কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি হতে তার আসন শূন্য হয়েছে।’ এদিকে ইসি কবিতা খানম সাংবাদিকদের সঙ্গে চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি এ সময় আরও উল্লেখ করেন ২৮ তারিখে উপজেলা এবং ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ভোটে যাতে সহিংসতা না হয় সেজন্য কমিশন পদক্ষেপ নিয়েছে। আমরা বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিয়েছি।
×