ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পোশাক মালিকদের প্রণোদনার ঋণ শোধের সময় বাড়ল

প্রকাশিত: ২৩:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২১

পোশাক মালিকদের প্রণোদনার ঋণ শোধের সময় বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহামারীর মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দিতে সরকারের প্রণোদনা তহবিল থেকে নামমাত্র সুদে যে ঋণ পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প মালিকরা পেয়েছেন, তা পরিশোধে আরও সময় দেয়া হচ্ছে। ওই ঋণ পরিশোধের জন্য গ্রেস পিরিয়ডের সময় ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করতে সোমবার বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম খান বলেছেন, এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক শীঘ্রই প্রজ্ঞাপন জারি করবে। করোনাভাইরাসের মহামারীর মধ্যে গত বছর আন্তর্জাতিক বাণিজ্য এক প্রকার অচল হয়ে গেলে বড় ধরনের ধাক্কা খায় বিশ্ব অর্থনীতি, বাংলাদেশও এর বাইরে নয়। সেই ধাক্কা সামলে উঠতে বিভিন্ন খাতের জন্য প্রণোদনা ঘোষণা করে সরকার। পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্পের কর্মীদের এপ্রিল, মে জুন ও জুলাইÑ এই চার মাসের বেতন-ভাতা দিতে সরকারের প্রণোদনা তহবিল থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ নেন শিল্প মালিকরা। শর্তানুযায়ী, ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ দুই বছরে ১৮টি সমান কিস্তিতে এই টাকা তাদের ফেরত দেয়ার কথা ছিল। এখন তারা আরও ছয় মাস সময় পেলেন। বাংলাদেশ ব্যাংকে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, রফতানি বাণিজ্যের ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবেলার লক্ষ্যে রফতানিমুখী এবং সচল শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ পরিশোধের সময়সীমা পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। ঋণগ্রহীতা শিল্প প্রতিষ্ঠানকে ১ মার্চ ২০২১ সাল থেকে আরও ছয় মাস গ্রেস পিরিয়ড দেয়া যেতে পারে। মোট ১২ মাস গ্রেস পিরিয়ড ছাড়া ১৮টি মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের শর্ত বহাল থাকবে। এই ঋণের অন্যান্য শর্তও অপরিবর্তিত থাকবে। এসব বিষয় যুক্ত করে বিদ্যমান নীতিমালা সংশোধনের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মমদ আনিসুজ্জামান খান স্বাক্ষরিত ওই চিঠিতে।
×