ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ১১

প্রকাশিত: ২৩:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জে ৫ জন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৩ জন, হবিগঞ্জের বাহুবলে ১ জন, গাইবান্ধার সুন্দরগঞ্জে ১ জন এবং নোয়াখালীতে ১ জন নিহত হন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কোনাবাড়িতে মঙ্গলবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ বাসযাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার শেরপুর উপজেলার ধীরেন চন্দ্রের ছেলে বিমল (৪৫), শাহজাহানপুরের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭০) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবদুল হান্নান (৬০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ বাসযাত্রী। পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের বাস সকাল আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছায়। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী ॥ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর সিটি হার্টসংলগ্ন বাইপাস সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক জামানুর রহমান সবুর নিহত হয়েছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। একইসঙ্গে এই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর বাবুমোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়ার মালিকুজ্জামানের ছেলে আবদুল হামিদ (২৪) ও রাশেদ আলীর ছেলে আবদুর রহিম (২৯)। হবিগঞ্জ ॥ জেলার বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিক্সা খাদে পড়ে এর চালক তোফায়েল (২৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত চালক হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামের ফজলুল হকের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। গাইবান্ধা ॥ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে শোভাগঞ্জ সড়কে মঙ্গলবার দুপুরে ট্রলির ধাক্কায় আব্দুল কুদ্দুস মিয়া (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। কুদ্দুস মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরান গ্রামের জিয়ানত ব্যাপারীর ছেলে। নোয়াখালী ॥ সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, সেনবাগে বাসচাপায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নোয়াখালী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মোঃ মহিউদ্দিন (৪০)। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এনায়েত নগরের মৃত শেখ আহাম্মদের ছেলে।
×