ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২৩:১১, ২৪ ফেব্রুয়ারি ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা মীজানুর রহমান স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক ডাঃ মোঃ মীজানুর রহমান সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শফিউর রহমান সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৩ ফেব্রুয়ারি ॥ পীরগঞ্জ পৌর এলাকার রঘুনাথপুর মহল্লার বিশিষ্ট শিক্ষাবিদ ঠাকুরগাঁও সরকারী কলেজের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক শফিউর রহমান (৭১) সোমবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় ডাকবাংলো মাঠে জানাজা শেষে পীরডাঙ্গী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। কাজী নাসির উদ্দিন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ ফেব্রুয়ারি ॥ বাউফলের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ কাজী নাসির উদ্দিন (৫৬) সোমবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। সলিম উল্লাহ সিকদার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জ রূপগঞ্জের স্থানীয় সাংবাদিক রুবেল সিকদারের বাবা সলিম উল্লাহ সিকদার (৬৫) মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। লুনা সামসুদ্দোহা জনতা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে মঙ্গলবার ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পর্ষদ সভায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
×