ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ৩

প্রকাশিত: ২৩:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। যাদের একজনকে ‘রোহিঙ্গা ডাকাত’ বলছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন এবং বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলেও তিনি জানান। খবর বিডিনিউজের। এই র‌্যাব কর্মকর্তা বলেন, নিহতদের একজন ‘জকির বাহিনীর প্রধান’ মোহাম্মদ জকির। বাকিদের নাম ও পরিচয় জানা যায়নি। মেজর মেহেদী হাসান বলেন, জকির একজন ‘চিহ্নিত ডাকাত’ ও ‘ইয়াবা গডফাদার’। সে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও মাদক পাচারসহ নানা অপরাধ সংঘটন করে আসছিলেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় কতিপয় অস্ত্রধারী দুর্বৃত্ত অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এই সময় দুর্বৃত্তরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টাগুলি চালান। এতে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা ডাকাত বাহিনীর প্রধান জকিরসহ তিন জনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।’ ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
×