ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসা অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

প্রকাশিত: ২৩:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১

চিকিৎসা অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে চার বছরের শিশু মির্জা অরুনিমা শাহপারের (অহনা) চিকিৎসায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় স্কয়ার হাসপাতাল ও এর দুই চিকিৎসককে অব্যাহতি দিয়ে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া আদেশ বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে চিকিৎসকদের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে নারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন না মর্মে নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীলের শুনানির জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছে চেম্বারজজ আদালত। এ বিষয়ে আগামী ৪ এপ্রিল আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার আপীল বিভাগের চেম্বারজজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। নারী কাজী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল শুনানি ॥ নারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন না মর্মে নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীলের শুনানির জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছে চেম্বারজজ আদালত। এ বিষয়ে আগামী ৪ এপ্রিল আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
×