ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবপাচারের চার মামলায় আগাম জামিন আবেদন নাকচ

প্রকাশিত: ২৩:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১

মানবপাচারের চার মামলায় আগাম জামিন আবেদন নাকচ

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচারের অভিযোগে পৃথক চারটি মামলায় আগাম জামিন আবেদন নাকচ করে দিয়ে মতিউর রহমান নামে এক আসামিকে পুলিশের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় মোঃ লোকমান হোসেন নামে এক ব্যক্তির জামিন মেলেনি হাইকোর্টে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মানবপাচারের অভিযোগে পৃথক চারটি মামলায় আগাম জামিন আবেদন নাকচ করে দিয়ে মতিউর রহমান নামে এক আসামিকে পুলিশের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ শফিউলাহ হায়দার। জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন সহকারী এ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস। শোক দিবস নিয়ে বিরূপ মন্তব্য, জামিন মেলেনি লোকমানের ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় মোঃ লোকমান হোসেন নামে এক ব্যক্তির জামিন মেলেনি হাইকোর্টে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদনটি খারিজ করে দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।
×