ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেওয়ারিশ হিসেবে দাফনের দেড় মাস পর শিক্ষার্থীর পরিচয় শনাক্ত

প্রকাশিত: ২৩:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বেওয়ারিশ হিসেবে দাফনের দেড় মাস পর শিক্ষার্থীর পরিচয় শনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে নিখোঁজ হওয়া শিক্ষার্থী সাদমান সাকিব রাফির (২২) মরদেহের খোঁজ পেয়েছে তার পরিবার। এর মধ্যেই বেওয়ারিশ হিসেবে তার লাশ জুরাইন কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। দেড় মাস পর সোমবার রাতে হাতিরঝিল থানায় গিয়ে রাফির মরদেহের ছবি দেখে শনাক্ত করেন তার মা মনোয়ারা হোসেন। সাদমান মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি ফ্লাইওভার পূর্ব দিকে উঠার মুখে পাশের পানিতে অপরিচিত (২২) বছরের এক মুসলিম যুবকের মরদেহ পাওয়া যায়। তবে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে তার লাশ ২৭ দিন মর্গে হিমাগারে রাখা হয়। পরে গত ১১ ফেব্রুয়ারি বেওয়ারিশ হিসেবে সাদমানের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে সাদমানের লাশ বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
×