ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন ফেরত দিল আদালত

প্রকাশিত: ২৩:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১

সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন ফেরত দিল আদালত

কোর্ট রিপোর্টার ॥ কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলার আবেদনটি ফেরত দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেয়। আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচার নিয়ে প্রতিষ্ঠানটির ডিরেক্টর জেনারেল (এডিটিং কউন্সিল) মোস্তেফা স্যোউয়াগসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি চলবে কিনা এর আইনগত বিষয়ে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে শুনানি হয়। শুনানিকালে আদালত জানতে চায়, বিদেশী নাগরিকের বিরুদ্ধে এ দেশে মামলা চলতে পারে কিনা? জবাবে আইনজীবী আব্দুল খালেক বলেন, আমরা দণ্ডবিধির ৩ ও ৪ ধারা ব্যাখ্যা করে বলেছি, এ মামলা বিদেশী নাগরিকের বিরুদ্ধে চলতে পারে। দণ্ডবিধির ৩ ধারায় বলা হয়েছে, বাংলাদেশের আইন বলে বিচারযোগ্য যে কোন অপরাধের বিচার দেশের বাইরে হলেও তা দেশীয় আইনে করা যাবে। আর ৪ ধারায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিককেও এ আইনের আওতায় বিচার করা যাবে। আইনজীবী আব্দুল খালেক ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের মামলা আমলে গ্রহণের ক্ষমতার বিষয়টিও ব্যাখ্যা করেন। এরপর আদালত সংশ্লিষ্ট চার ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে করা মামলার আবেদনটি ফেরত দেয়।
×