ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিকা নিলেন আরও দুই লাখ মানুষ

প্রকাশিত: ২৩:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

টিকা নিলেন আরও দুই লাখ মানুষ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মঙ্গলবার টিকা নিলেন আরও প্রায় দুই লাখ মানুষ। গত ২৭ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জনে। টিকা দেয়ার জন্য নিবন্ধনকারীর সংখ্যাও বেড়ে ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া গেছে ৬৩০ জনের মধ্যে। তবে কারও ক্ষেত্রে গুরুতর কিছু ঘটার খবর এখনও আসেনি বলে জানিয়েছে অধিদফতরের মেডিক্যাল ইনফরমেশন সার্ভিসেস বিভাগ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক(এমআইএস) অধ্যাপক ডাঃ মিজানুর রহমান জনকণ্ঠকে জানান, মঙ্গলবার সারাদেশে টিকা গ্রহণকারী ১ লাখ ৮২ হাজার জনের মধ্যে ঢাকা বিভাগে ৬২ হাজার ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৮৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৪৪৩ জন এবং সিলেট বিভাগে ৯ হাজার ৮৬ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এভাবে বিভাগভিত্তিক পর্যালোচনায় গত ২৭ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ঢাকায় ৭ লাখ ২১ হাজার ১৯ জন, চট্টগ্রামে ৫ লাখ ৬০ হাজার ১৫৩ জন, ময়মনসিংহে ১ লাখ ১১ হাজার ৫২৪ জন, রাজশাহীতে ২ লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুরে ২ লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনায় ২ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশালে ১ লাখ ২০ হাজার ৬১১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৬৮ হাজার ৫৬০ জন। এ পর্যন্ত দেশে মোট ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন পুরুষ এবং ৮ লাখ ৫৭ হাজার ২০ জন পুরুষ করোনা টিকা গ্রহণ করেছেন। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। সরকারের কেনা এ ভ্যাকসিনের তিন কোটি ডোজের মধ্যে প্রথম ৫০ লাখ ডোজ গতমাসে হাতে আসার পর প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া ভারতের উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে আরও ২০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে।
×