ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫ লাখ ছাড়াল

প্রকাশিত: ২৩:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২১

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫ লাখ ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এদিকে ইউরোপের দেশ যুক্তরাজ্যের প্রধনামন্ত্রী লকডাউনে শিথিলে চার স্তরের নিরাপত্তার বিষয়ে এক পরিকল্পনা পেশ করেছেন। অন্যদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এ পর্যন্ত মারা গেছেন ২৪ লাখ ৯০ হাজার ৪০৬ জন। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৭২৮ জন। খবর সিএনএন, বিবিসি, গার্ডিয়ান, আলজাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার। করোনাভাইরাস মহামারীতে এক বছরের একটু বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে। সোমবার দেশটি হতভম্ব হওয়ার মতো এই মাইলফলক পার হয়। করোনায় গতবছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয়েছিল। এক প্রজ্ঞাপনে মৃতদের সম্মান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। প্রজ্ঞাপনে বাইডেন বলেন, ‘এই দুঃখজনক পর্বে আমরা মৃতদের ও পেছনে রেখে যাওয়া তাদের প্রিয়জনদের কথা ভাবছি। আমরা, একটি জাতি হিসেবে, অবশ্যই তাদের স্মরণ করব যেন আমরা নিরাময় শুরু করতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি এবং এক জাতি হিসেবে এই মহামারীকে পরাজিত করার উদ্দেশ্য খুঁজে পাই।’ মহামারীতে যেসব প্রাণ হারিয়ে গেছে সেই পাঁচ লাখ মানুষের সম্মানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালের ঘণ্টা ৫০০ বার বাজানো হয়। ঘণ্টা বাজার পর হোয়াইট হাউসে গুরুগম্ভীর এক বক্তৃতায় বাইডেন বলেন, ‘আমেরিকায় গণমৃত্যুর যে পরিমাণ তা স্বীকার করে আমরা প্রত্যেক ব্যক্তিকে এবং যে জীবন তারা যাপন করেছেন তা স্মরণ করছি।
×