ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাইলটদের জন্য সেফটি কোর্স

প্রকাশিত: ২১:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১

পাইলটদের জন্য সেফটি কোর্স

স্টাফ রিপোর্টার ॥ এটিআর ৭২-৬০০ ও ড্যাশ৮- কিউ ৪০০ এয়ারক্রাফট কিভাবে আরও নিরাপদে চালাতে হয়-ইউএস বাংলার পাইলটদের সে প্রশিক্ষণ দেয়া হয়েছে। একইসঙ্গে পাইলটদের সেফটি ট্রেনিংয়ের ধারাবাহিকতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের পাইলটদের জন্যও সেফটি কোর্স পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। খুব শীঘ্রই বহরে আরও তিনটি এটিআর৭২-৬০০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক-মানব সম্পদ মুসা মোল্লাহ, পরিচালক অপারেশন আল মাসুদসহ এয়ারলাইন্সের উর্ধতন কর্মকর্তাসহ পাইলটরা। বিমানের নয়া এমডি আবু সালেহ স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মোস্তফা কামাল মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মোঃ মোকাব্বির হোসেনকে সচিব পদে পদোন্নতির পর ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
×