ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু

প্রকাশিত: ২১:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১

খাগড়াছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৩ ফেব্রুয়ারি ॥ খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ের মাটি কাটার সময় পাহাড় ধসে পড়ে মোঃ মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রামগড়ের কালাডেবা সম্প্রুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ মিজানুর রহমান একই এলাকার মোঃ ফরিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বাড়ির পাশের পাহাড়ী টিলা থেকে মাটি কেটে জমিতে নিচ্ছিলেন নিহত মিজানুর রহমান। দুপুরে টিলার নিচ থেকে মাটি সরানোর সময় তিনি মাটি চাপা পড়েন। এ সময় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মিজানুরকে মৃত ঘোষণা করেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুজ্জামান জানান, টিলার মাটি কাটার সময় চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ব্রেড ফ্যাক্টরিকে জরিমানা স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে হক ব্রেড এ্যান্ড ফুড প্রডাক্টসের ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পালের নেতৃত্বে মোবাইল কোর্ট এই জরিমানা করেছে। অভিযানকালে ফ্যাক্টরিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি উৎপাদন করতে দেখা যায়।
×