ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা

প্রকাশিত: ২১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১

যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন সরকারী এক নারী কর্মচারী। তালাকের বিষয় গোপন রেখে শারীরিক সম্পর্ক বজায় রাখায় তিনি সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন। ওই আদালতের বিচারক মোঃ সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত স্বামীর নাম আব্দুর রহমান। তিনি যশোর শহরের নাজির শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকার আব্দুল ওহাবের ছেলে। বাদী অভিযোগে উল্লেখ করেছেন, তিনি সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক পদে কর্মরত। ২০০৪ সালের ২৪ ডিসেম্বর আসামি আব্দুর রহমানের সঙ্গে তার ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে অমানুষিক নির্যাতন করত স্বামী। কিন্তু ছেলের ভবিষ্যতের কথা ভেবে নির্যাতন সহ্য করে তিনি সংসার করতে থাকেন। আর স্বামীর চাহিদামতো যৌতুকের টাকা না দেয়ায় তাকে মারপিটের পর তাড়িয়ে দেয়। তার আশ্রয় জোটে বাপের বাড়িতে।
×