ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ৯৪ কোটি ডলার দেবে এডিবি

প্রকাশিত: ২১:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশকে ৯৪ কোটি ডলার দেবে এডিবি

বিশেষ প্রতিনিধি ॥ করোনার টিকাদান কর্মসূচীতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন বা ৯৪ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ সহায়তার প্রস্তাব দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। সাক্ষাতকালে করোনা মহামারী মোকাবেলা এবং টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন মনমোহন প্রকাশ। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। সাক্ষাত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, সফলভাবে টিকা কর্মসূচী চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সাক্ষাতকালে করোনা ভ্যাকসিন কর্মসূচীতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা করতে এডিবির প্রস্তাবের কথা জানান তিনি। সাক্ষাতকালে ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেললাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন মনমোহন প্রকাশ। সাক্ষাতকালে এডিবির দুটি বই- ‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট এ্যান্ড টেকনোলোজি ওভার ফিফটি ইয়ার্স’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।
×