ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১

মাগুরায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদিাতা, মাগুরা, ২৩ ফেব্রুয়ারি ॥ মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এক রায়ে মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের রাজু হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে আসামি আলতু লস্কর ওরফে আলতাফ, ইদ্রিস আলী মোল্লা ওরফে নিজাম চৌধুরী এবং কাসেম লস্করসহ প্রত্যেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তদের বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, আসামিরা ২০০৫ সালের ৯ জানুয়ারি মহম§দপুর উপজেলার খালিয়া গ্রামে ভিকটিম রাজু আহম্মদকে লেনদেন নিয়ে মারপিট এবং এরপর ছোরা বুকে ঢুকিয়ে হত্যা করে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তিন শতাধিক লেবুগাছ শত্রুতার বলি নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আলমগীর কাজী নামে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার তিন শতাধিক ফলন্ত লেবু গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ গাছ কাটার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কাজী নিজ উদ্যোগে তার বাড়ির পাশের জমিতে একটি লেবুর বাগান করেন। ওই বাগানে তিনি প্রায় তিনবছর আগে ৪ শতাধিক লেবুর চারা রোপণ করেন।
×