ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কাস্টমস এলাকায় মদ উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ২১:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রাম কাস্টমস এলাকায় মদ উদ্ধার ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম কাস্টম হাউস এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদ উদ্ধার করেছে আনসারের একটি টিম। এ সময় আটক করা হয় ২ জনকে। গোপন তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট কার এবং অটোরিক্সায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইভেটকারটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মনোগ্রামযুক্ত ‘ইমার্জেন্সি পাইলট ডিউটি’ লেখা ছিল। একইসঙ্গে ভেতরে বন্দরের ওয়াকিটকিও সংযুক্ত ছিল। আগের দিন রাত দশটার দিকে আনসার সদস্যদের তল্লাশিতে পাওয়া যায় ২০৯টি হ্যানিকেন বিয়ার এবং ২৪টি একশ’ মিলিলিটারের স্কচ হুইস্কি ও সাতটি ভ্যালেনটাইন ফাইনেস্ট ব্ল্যান্ডেড হুইস্কি। এগুলো বন্দরের ভেতর থেকে প্রাইভেটকারযোগে বের করে সিএনজি অটোরিক্সায় তোলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আনসার সদস্যরা মন্টু চন্দ্র দাশ ও মাসুদ রানা নামের দুই গাড়িচালককে আটক করেছে। এদিকে, সোমবার গভীর রাতে আনোয়ারা থানার সরকারহাট কাঁচাবাজার এলাকা থেকে ১৮ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে র‌্যাব, যার মূল্য প্রায় ৯৫ লাখ টাকা। অভিযানে জব্ধ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নোয়াখালী জেলার সেনবাগ থানার দীঘির পাড়া ইউনিয়নের কেশারপাড়া এলাকার মোঃ জামাল হোসেন ও পটিয়ার জিরি ইউনিয়নের মোঃ নিজাম উদ্দিন।
×