ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার

প্রকাশিত: ২১:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১

শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ॥ আনোয়ারা উপজেলার শঙ্খ নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়া এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। মোহাম্মদ আসিফ হোসেন নিশান (২০) নামের এ সদস্য বিএমএ ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে দেহটি উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে শঙ্খ নদীর পাড়ে ১ সপ্তাহের প্রশিক্ষণ নিতে সেনাবাহিনীর একটি দল গত শনিবার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আসে। সোমবার বিকেল ৫টার দিকে ওই প্রশিক্ষণার্থী দলের দুই সদস্য তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার শঙ্খ নদীতে গোসল করতে নামলে মোহাম্মদ আসিফ হোসেন নিশান নদীর স্রোতে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি ডুবুরির দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রায় ১৯ ঘণ্টার পর মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আসিফের লাশ উদ্ধার হয়। সেনা সদস্য নিশান মীরসরাই উপজেলার ইছাখালী এলাকার আনোয়ার হোসেনের পুত্র। তার পিতা চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্টে ইউডিসি রেকর্ড শাখায় কর্মরত রয়েছেন।
×