ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ২১:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২১

সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৩ ফেব্রুয়ারি ॥ নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা ও ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন চৌধুরী জেহান প্রমুখ। নোয়াখালী জেলা প্রশাসনের ৩ বছর মেয়াদী অগ্রাধিকারভিত্তিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার সকালে ৩৩ জন ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে অটোরিক্সা, ভ্যান, দোকান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার বলেন, মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে মোট ১০০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হবে।
×