ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে তেল সরবরাহের দাবি লরি শ্রমিকদের

প্রকাশিত: ২১:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২১

সিলেটে তেল সরবরাহের দাবি লরি শ্রমিকদের

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চট্টগ্রাম থেকে লরিযোগে রেলপথে পর্যাপ্ত রেল না আসা ও সিলেটের গোলাপগঞ্জের গ্যাস ফিল্ড থেকে প্রায় ৬ মাস যাবত তেল উৎপাদন বন্ধ থাকায় সিলেটে তেলের সঙ্কট চলছে। পর্যাপ্ত তেল সরবরাহের দাবিতে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন আন্দোলন শুরু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমার মোগলাবাজারের যমুনা ডিপোর সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। এ সময় সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা পাচ্ছি না। আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেও কোন সুরাহা হয়নি। রেলপথের উদাসীনতার কারণেই সিলেটে তেলের সঙ্কট দেখা দিয়েছে। একটি মহলের ইন্ধনে আমাদের সিলেটের গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সিলেটে যে পরিমাণ তেল উৎপাদন করা হত তা সিলেট বিভাগের চাহিদা পূরণ করে দেশের অন্যান্যস্থানে বিক্রি করা হত। কিন্তু ৫ মাস থেকে সিলেটে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিলেটে তেল সঙ্কটের সমাধান না হলে লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশনের গত ২৭ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিলেও জেলা প্রশাসনের হস্তক্ষেপে ২৬ ডিসেম্বর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন এ্যাসোসিয়েশনের নেতারা। সিলেট বিভাগের চার জেলায় ১১৪টি পেট্রোল পাম্প রয়েছে।
×