ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে শুরু হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’

প্রকাশিত: ২০:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরে শুরু হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল ম্যারাথন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১' উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ওই ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনা বাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সজীবুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ক্রাইম) জাকির হাসান, গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শহীদ বরকত স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের ওই স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় অ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। গাজীপুর জেলা প্রশাসন ও ৭১ পদাতিক ব্রিগেডের ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক সমন্বয়ে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় অ্যাপ রেজিষ্ট্রেশন ও ম্যারাথন চলমান রয়েছে। গাজীপুর জেলায় মোট ১০ হাজার প্রতিযোগীকে বঙ্গবন্ধু ডিজিটাল ঢাকা ম্যারাথন-২০২১ এ অংশ গ্রহন করানো হবে, যা ৭মার্চ পর্যন্ত চলবে।
×