ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাতদলের গুলি বিনিময়, অস্ত্রশস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২০:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

টেকনাফে র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা ডাকাতদলের গুলি বিনিময়, অস্ত্রশস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত সর্দার জকির গ্রুপের প্রধান জকির সহ তিন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এসময় দুইটি পি্তল, দুইটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত আটটা পর্যন্ত নয়াপাড়া শালবন পাহাড়ে চলে এ অভিযান। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবন এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত ডাকাত জকির দলের গ্রুপের সাথে RAB এর একটি আভিযানিক দলের সঙ্গে রোহিঙ্গা ডাকাতদলের ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে। পরে গহীন পাহাড়ের ভিতর জকির বাহিনীর জকির এবং অন্য দুই রোহিঙ্গা ডাকাতের লাশ পড়ে থাকতে দেখা যায়। RAB এর এক সদস্যের হাতে গুলিবিদ্ধ হয়েছে। জকির ডাকাত এর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ,অপহরণ এবং মাদক সহ সর্বমোট ২০টিরও অধিক মামলা রয়েছে। ঘটনাস্থল হতে দুইটি পিস্তল, দুইটি বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটার সহ ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
×