ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১

কুড়িগ্রামে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বেসরকারী সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র কুড়িগ্রাম ক্যাম্পাসে অগ্নি নির্বাপক মহড়া ও প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তাদের কারিগরি উপকরণ নিয়ে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের হাতে কলমে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ নেন। অগ্নি নির্বাপক মহড়ায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার’ প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী, আরডিআরএস’র প্রকল্প ব্যবস্থাপক তপন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা হেদায়েত উল্লাহ খান, বদরুন নাহার প্রমুখ। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, আগুন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি রবিবার ও বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি সংস্থায় ও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে প্রদর্শনী মহড়ার ব্যবস্থা করা হচ্ছে।
×