ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শঙ্খ নদীতে গোসল করতে নেমে সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১৮:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

শঙ্খ নদীতে গোসল করতে নেমে সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদীর তৈলারদ্বীপ এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। উদ্ধারকৃত সেনা সদস্য হলেন মো. আসিফ (১৯)। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও নৌবাহিনীর ডুবরি দল শঙ্খ নদীতে ১৬ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য, গত সোমবার (২২ ফেব্রয়ারী) সন্ধ্যায় তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় গোসল করতে নেমে শঙ্খ নদীতে নিখোঁজ হয়েছিলেন। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। কোস্টগার্ড (পূর্বজোন) সিপিও (গোয়েন্দা শাখা) মজনু বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে এক সেনা সদস্য (প্রশিক্ষণার্থী) সন্ধ্যায় আনোয়ারা উপজেলায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে কোস্টগার্ড ডুবরিরা ১৬ ঘন্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।
×