ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিতর্কিত প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহার ভারত-চীনের

প্রকাশিত: ১৪:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বিতর্কিত প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহার ভারত-চীনের

অনলাইন ডেস্ক ॥হিমালয়সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা সৈন্যদের সরিয়ে নিয়েছে ভারত ও চীন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর বিবিসির। এই এলাকাটিতে ভারত ও চীনের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় দুদেশের সৈন্যদের মধ্যে উত্তেজনার কারণ। গত বছরের জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে সেখানে ভারত ও চীনের অন্তত ২৪ জন সৈন্য নিহত হয়েছিল। এরপর থেকে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে দুপক্ষই বিপুল সংখ্যক সেনা মুখোমুখি অবস্থানে মোতায়েন রেখেছিল। ভারতের লাদাখ ও চীননিয়ন্ত্রিত আকসাই-চীন এলাকায় গত কয়েক মাসে দুই দেশের হাজার হাজার সেনা মোতায়েন হওয়ায় যে কোনো সময় সংঘাত বাধতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। গত ১১ ফেব্রুয়ারি ভারত ও চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দুই দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এর পর থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কাজ চলছিল। ভারত ও চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং ১৯৬২ সালে তাদের মধ্যে যুদ্ধও হয়েছে। দুই দেশের মধ্যে দুই হাজার ১০০ মাইল সীমান্ত রয়েছে, যা বহু স্থানেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। দুই দেশই এখন বলছে যে, তারা দুই দেশের দীর্ঘ সীমান্তের অন্য এলাকাগুলোতেও শান্তি বজায় রাখার জন্য কাজ করবে। গত সপ্তাহে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মধ্যকার জুন মাসের সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করে চীনা কর্তৃপক্ষ। শুক্রবারই প্রথমবারের মতো চীন স্বীকার করে যে ওই ঘটনায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছিল।
×