ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেস ক্লাবের মানববন্ধন

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১

সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেস ক্লাবের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন কালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দীন মুজাক্কিরের খুনিদের গ্রেফতারের দাবিতে সারা দেশের ন্যায় বাঁশখালী প্রেস ক্লাবের সদস্যরা মানববন্ধন করেছে। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ১১টায় বাঁশখালী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক দিলীপ তালুকদার, যুগ্ন আহবায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ মোঃ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের দৈনিক দেশ প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা,দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মোঃ আফনান চৌধুরী, চট্টলা২৪ টিভি প্রতিনিধি মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন কালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দীন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান
×