ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে জাতিসংঘের গাড়ি বহরে হামলা, ইতালির দূত নিহত

প্রকাশিত: ০০:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১

কঙ্গোতে জাতিসংঘের গাড়ি বহরে হামলা, ইতালির দূত নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের একটি গাড়ির বহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা এক মিলিটারি পুলিশ নিহত হয়েছে। সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। রয়টার্স জানিয়েছে, গ্রিনিচ মান সময় ৮টা ১৫ মিনিটে কন্যামাহোরো শহরের কাছে সোমবার গাড়ির বহরে হামলা হয়। অপহরণের উদ্দেশ্যে হামলাটি পরিচালিত হয়। কঙ্গোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও এবং তার সঙ্গে থাকা এক মিলিটারি পুলিশের মৃত্যু হয়েছে। এর আগে গাড়ির বহরে হামলায় দুজন নিহত ও ইতালির দূত আহত হওয়ার কথা জানানো হয়েছিল। তৃতীয় নিহত ব্যক্তি গাড়ির চালক। তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা সম্পর্কে কোন কিছু জানা যায়নি। কেউ এখন পর্যন্ত এই হামলার দায়ও স্বীকার করেনি। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত রাষ্ট্রদূত ও সেনা জাতিসংঘ মিশন মনুস্কোর একটি গাড়ির বহরে ভ্রমণ করছিলেন।
×