ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের স্পন্সর ইভ্যালি

প্রকাশিত: ২৩:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশের স্পন্সর ইভ্যালি

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বিকেলে নিউজিল্যান্ডগামী বিমানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। এবার এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ রয়েছে। এটি হবে করোনা মহামারীর পর প্রথম বিদেশ সফর। এই সফরে প্রথমবারের মতো বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। খেলোয়াড়দের জার্সিসহ পরিধেয় সবকিছুর পার্টনার হয়েছে তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান ইফুড। সোমবার দুপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই স্পন্সরশিপ ঘোষণা করা হয়। এ সময় সফরে বাংলাদেশ দল যে জার্সি পরে খেলবে সেটিও উন্মুক্ত করা হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে নতুন ডিজাইনের যে জার্সি ছিল সেই ডিজাইনটাই থাকছে নিউজিল্যান্ড সফরে। তবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম হিসেবে শুধু বদলে গিয়ে হয়েছে ইভ্যালি ও ইফুড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও অন্যরা।
×