ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের জয় ছাপিয়ে কনওয়ের আফসোস

প্রকাশিত: ২৩:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

নিউজিল্যান্ডের জয় ছাপিয়ে কনওয়ের আফসোস

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি২০তে ৫৩ রানের জয়ের পথে এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ৫ উইকেটে করা কিউইদের ১৮৪ রানের জবাবে ১৭.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। একতরফা ম্যাচে ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত ডেভন কনওয়ে ছিলেন আলোচনায়। ৯৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এ নিউজিল্যান্ড ব্যাটসম্যান। ডুনেডিনে দ্বিতীয় টি২০ বৃহস্পতিবার। দলীয় ১৯ রানের মধ্যে মার্টিন গাপটিল, টিম সেইফার্ট ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে হারানো নিউজিল্যান্ড ব্যাটিংয়ের গল্পটা কনওয়ের। অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসনের করা শেষ ওভারের আগে ৮৭ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম বলে ১ রান নেয়ার পর চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা ও চার মিলিয়ে ১১। কনওয়ের পাশে তখন ৯৮। শেষ বলে পয়েন্টে জোরে মারায় ফিল্ডার বলটা ফেরত পাঠানোর আগে ২টি রান নিতে পারেননি। ফিরেছেন ১ রানের আক্ষেপ সঙ্গী করে। ৫৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৩ চার ও ১০ ছক্কা দিয়ে। আন্তর্জাতিক টি২০’র ১৬ বছরে মোহাম্মদ হাফিজ ও ডেভিড মালানের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে অপরাজিত কনওয়ে। ঘরোয়া মিলিয়ে টি২০ সংস্করণে টানা পঞ্চম হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম। চ্যালেঞ্জিং স্কোর তাড়ায় প্রথম দুই ওভারে ফিঞ্চ ও জশ ফিলিপসকে হারায় অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারে ১৯ রানে নেই আরও ২ উইকেট। ম্যাথু ওয়েড আর গ্লেন ম্যাক্সওয়েলও ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিসের ২৮ বলে ৩৭ রানের জুটিতে বিপর্যয় এড়ালেও দলীয় ৫৬ রানে আউট হন স্টয়নিস। একা লড়াই চালিয়ে যাওয়া মার্শ করেন ৪৫ রান। এ্যাশটন এ্যাগার ১৩ বলে ২৩। ৪ উইকেট নেন ইশ সোধি। ২টি করে টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
×