ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইপিএলে দুই ম্যানচেস্টারের জয়

প্রকাশিত: ২৩:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১

ইপিএলে দুই ম্যানচেস্টারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আপন গতিতেই ছুটে চলেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে রবিবার তারা আর্সেনালের বিপক্ষেও জয় তুলে নিয়েছে। রাহিম স্টার্লিংয়ের সৌজন্যে পেপ গার্ডিওলার দল এদিন ১-০ গোলে পরাজিত করে গানারদের। সেইসঙ্গে লীগ টেবিলে ১০ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকাটাও নিশ্চিত রয়েছে সিটিজেনদের। ম্যানচেস্টার সিটির জয়ের দিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। নিজেদের মাঠে ওলে গানার সোলসজায়েরের দল এদিন ৩-১ ব্যবধানে পরাজিত করেছে নিউক্যাসল ইউনাইটেডকে। আরেক ম্যাচে লিচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে এ্যাস্টন ভিলাকে। তবে তিন জায়ান্টের জয়ের দিনে পরাজয় দেখেছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে ওয়েস্টহ্যাম ২-১ গোলে জোশে মরিনহোর দলকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। উত্তর লন্ডনের ম্যাচটিতে এদিন নিজেদের সেরাটা দিতে পারেনি ম্যানচেস্টার সিটি। তারপরও আর্সেনালকে তৃতীয় পরাজয়ের স্বাদ ঠিকই দিয়েছে সফরকারীরা। মাত্র ৮০ সেকেন্ডের মধ্যে আর্সেনাল পিছিয়ে পড়ার পর আর ফিরে দাঁড়াতে পারেনি। রুবেন ডায়াসের দারুণ এক লম্বা পাসে আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহারেজের লফটেড ক্রস থেকে বক্সের ছয় গজ দূর থেকে স্টার্লিং জয়সূচক গোলটি করেন। এ নিয়ে মৌসুমে ১৩তম গোল করলেন স্টার্লিং। পরের মিনিটেই কেভিন ডি ব্রুইনের পাস থেকে আর্সেনালের অগোছালো রক্ষণভাগকে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেন স্টার্লিং। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রায় একমাসেরও বেশি সময় পর ডি ব্রুইন মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। এভারটনের বিপক্ষে সপ্তাহের মাঝামাঝিতে এই বেলজিয়ান মিডফিল্ডার বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। ইকে গুনডোগানের ২০ গজ দূরের শট রুখে দেন গানার্স গোলরক্ষক বার্নার্ড লেনো। ডি ব্রুইনের ভলি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৬৩ মিনিটে বদলি বেঞ্চে পাঠানো হয় ডি ব্রুইনকে। সিটি ডিফেন্ডার হুয়াও ক্যান্সেলোর ব্যাকপাস থেকে মোহাম্মদ এলনেনি গোলরক্ষক এডারসনকে প্রায় পরাস্ত করে ফেলেছিলেন। কিন্তু অল্পের জন্য তার শট গোলের ঠিকানা খুঁজে পায়নি। যার ফলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গার্ডিওলার দল।
×