ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টিকা নিলে খাবার ফ্রি !

প্রকাশিত: ২৩:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১

টিকা নিলে খাবার ফ্রি !

করোনার টিকা নিয়ে ভয় কাটাতে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে ইসরাইলের তেল আবিব প্রশাসন। তারা জানিয়েছে, করোনার টিকা নিলেই বিনামূল্যে পাওয়া যাবে পিৎসা। সঙ্গে থাকবে কেক, পেস্ট্রি ও কফি। একটি পানশালা আবার বিনামূল্যে মদপানের অফারও দিয়েছে। জনসাধারণের মধ্যে টিকা নিয়ে ভয় দূর করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে তেল আবিব শহর। তেল আবিব শহরের দুটি কেন্দ্রে করোনা টিকা দেয়ার কর্মসূচী চলছে। একটি স্থানীয় রেস্তরাঁর সঙ্গে চুক্তি করে ওই দুটি কেন্দ্রেই নানা সুস্বাদু খাবারের জোগান দিচ্ছে প্রশাসন। তেল আবিব প্রশাসনের উদ্দেশ্যই হলো। সব সুস্বাদু খাবার ফ্রি দেয়ার কথা প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া সুস্বাদু খাবারের তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পিৎসা। এছাড়া কফি, কেক ও পেস্ট্রিসহ রয়েছে ঐতিহ্যবাহী সব খাবারের সমারোহ। নিজের পছন্দমতো খাবার বেছে নিতে পারবে যে কেউ। একইসঙ্গে টিকা নিলে তবেই পানশালা, রেস্তরাঁ ও জিমে প্রবেশের অনুমতি পাওয়া যাচ্ছে। টিকা নিলে অনেক শপিং মলও কেনাকাটায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে।-ফার্স্টপোস্ট
×